বিদেশে বাংলাদেশি কমিউনিটি গ্রুপগুলোয় একটা ব্যাপার হরহামেশাই খেয়াল করবেন একদল মানুষের মতে, বিদেশে ভালো থাকতে হলে বাঙালি থেকে দূরে থাকবেন। বাঙালি খারাপ, শিষ্টাচার জানে না, এদের মধ্যে একতা নাই, অন্যের ভালো দেখতে পারে না এরকম আরো অনেক কিছু। এই অভিযোগ অস্বীকার করারও উপায় নাই।
আবার অনেকেই যারা বাঙালি সমাজ থেকে নিজেদের গুটিয়ে নিয়ে ভালো আছে তাও না, এমন অনেক পরিবারের কিশোর বয়সের ছেলে-মেয়েরাই এখন বাবা-মার কথা শোনে না। বিদেশি বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড জুটিয়ে বাবা-মার থেকে আলাদা থাকতেছে।
আমার মনে হয়, ভালো থাকার জন্য আমাদের বাঙালি কমিউনিটির দরকার আছে। তবে অবশ্যই ফিল্টারিং করে অল্প পরিসরে সম মানসিকতা ও উদার মনের ছোট্ট একটা সার্কেল হলেই যথেষ্ট।
এব্যাপারে আপনাদের কি মনে হয়?\r\n
#HigherEducationAbroad #schengenvisainfo #StudentLifestyle #denmark #france #portugal #Europe #bangladeshivlogger #bangladeshicommunity #nordic #paris #visa #olympics2024