যে শহর গোটা বিশ্বের মানুষের কাছে একটা ফ্যান্টাসি, প্রেমের শহর, ভালোবাসার শহর, সে শহরে থেকেও আমার ভাল লাগে না, এই শহরে আমি মুগ্ধ হই না!
আমার মনে হয়, আমি যদি একটু শ্রীলঙ্কা যেতে পারতাম, ইন্দোনেশিয়া যেতে পারতাম! তা না হলেও, অন্তত যদি একটু কাশ্মীর যেতে পারতাম!
আগে যখন দেশে ছিলাম, তখনও আমার কোনোদিন মনে হয় নাই, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড যাই একটু! এখন ইউরোপে আসার পর আমার ইউরোপের চেয়েও ওই এশিয়ান দেশ গুলো যেন বেশি টানে!
দুদিন পর হয়ত মনে হবে, আমি যদি একটু অস্ট্রেলিয়া যেতে পারতাম, কত গোছানো একটা দেশ অস্ট্রেলিয়া!
নিজেকে দিয়েই বুঝতে পারি, চাহিদার কোনো শেষ আমাদের নাই, ভালোর কোনো শেষ নাই, চাওয়ার কোনো শেষ নাই!