🇪🇺 ইউরোপে স্টুডেন্ট ভিসায় এসছেন,কিন্তু পড়তে ভাল্লাগে না? মন শুধু উড়ু উড়ু? মাথায় শুধু ঘুরছে কীভাবে কম সময়ে স্থায়ী হয়ে যাবেন আর আরামসে একটা লাল পাসপোর্ট দখল করে নিবেন? আসেন, তাহলে আজকে এই নিয়ে একটু আলোচনা করা যাক! 🥹
⚠️আজকে বিশেষভাবে কথা বলছি তাদের নিয়ে, যারা স্টুডেন্ট ভিসায় নতুন ইউরোপে এসেছেন এবং পড়াশোনা বাদ দিয়ে অন্য কোনো দেশে গিয়ে স্থায়ী বসবাসের জন্য #এসাইলাম করার কথা ভাবছেন। এই সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাদের অবশ্যই সেঞ্জেন ইনফরমেশন সিস্টেম (SIS) সম্পর্কে সচেতন হওয়া উচিত।
⛔ বর্তমানে আমরা সবাই কমবেশি জানি, যদি আপনার এসাইলাম আবেদন কোনো দেশে রিজেক্ট হয়, তাহলে আপনার নাম SIS-এ চলে আসার সম্ভাবনা থাকে, যা ফ্রান্সসহ যেকোনো ইউরোপীয় দেশে রেসিডেন্স কার্ড পাওয়ার ক্ষেত্রে একটি বড় বাধা হতে পারে। শুধু ফ্রান্স নয়, বর্তমানে প্রায় সব দেশেই এই নিষেধাজ্ঞা জারি করে থাকে। রিজেক্ট হলে কমপক্ষে তিন বছরের নিষেধাজ্ঞার মুখোমুখি হবেন এবং অন্য কোনো দেশে গিয়েও রেসিডেন্স কার্ড পাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে।
🚫 আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনেকের ক্ষেত্রেই স্টুডেন্ট ভিসার তথ্য এসাইলাম আবেদনের সময় সামনে চলে আসে। এতে করে এসাইলাম করার চেষ্টা আরও কঠিন হয়ে যায়, কারণ তখন কর্তৃপক্ষ সহজেই আপনার স্টুডেন্ট ভিসার তথ্য পেয়ে যায় এবং আপনার আবেদনটি খারিজ হতে পারে।
🎈এখন আসল কথায় আসি। যদি আপনার SIS নিষেধাজ্ঞা অস্ট্রিয়া থেকে হয়ে থাকে, তবে তা প্রত্যাহারের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইতোমধ্যে ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডসসহ বিভিন্ন দেশ থেকে অনেকে এই বিষয়ে সহযোগিতা চেয়ে যোগাযোগ করেছেন।
🎁আপাতত আমি শুধুমাত্র অস্ট্রিয়ার SIS নিয়ে কাজ করছি, অন্য কোনো দেশের ক্ষেত্রে নয়, দু:খিত!
🎯 তাই যদি আপনার অস্ট্রিয়ার SIS সংক্রান্ত কোনো সমস্যা থাকে, এবং সাহায্যের প্রয়োজন হয়,তাহলে যোগাযোগ করতে পারেন আমার এই আইডিতে
https://www.facebook.com/mitool1994
🎊সবাইকে ধন্যবাদ, এবং গুরুত্বপূর্ণ এই তথ্যটি অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না!
©Sharmin Mitul
#austria #sis #schengen #schengenvisa #Asylum #studentlife #europe #francefrancefrancefrance